চট্টগ্রাম, শনিবার, ২ নভেম্বর ২০২৪ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে সম্মানের চোখে দেখে বিশ্ব: তোফায়েল আহমেদ

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৩ : অপরাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে এখন সম্মানের চোখে দেখে।

শনিবার ভোলায় নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। যেন দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।

তিনি আরো বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস সারাদেশে সরবরাহ করা হবে। ভোলাকে দেশের মূল ভূখণ্ডে সংযুক্ত করতে বরিশালের সঙ্গে ব্রিজ নির্মাণ করা হবে। ভোলা জেলা হবে দেশের অন্যতম একটি অর্থনৈতিক জোন।

এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF