চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দর থানা এনডিএমের কমিটি গঠন

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩২ : অপরাহ্ণ

আরাফাত মজুমদার: ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নিবন্ধন-৪৩ প্রতীক সিংহ মার্কা, চট্টগ্রাম মহানগরের  সভাপতি এবং দলের কেন্দ্রীয়  যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: এমরান চৌধুরীর সভাপতিত্বে আজ ৩ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে এনডিএম’র চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বন্দর থানার কমিটি গঠন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভার সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম মহানগর পতেঙ্গা থানার এনডিএমের কমিটি ও গঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম মহানগর এনডিএমের দপ্তর সম্পাদক ওমর ফারুকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্র জানায়, মো. জাহেদুল আলমকে সভাপতি ও জসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বন্দর থানা এনডিএমের কমিটি  অনুমোদন দেন চট্টগ্রাম মহানগর সভাপতি মো: এমরান চৌধুরী। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. আলী, মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা, সাংগঠনিক সম্পাদক মো. মোক্তাবে মোস্তফা রাকিব, দপ্তর সম্পাদক সাজু বড়–য়া, কোষাধ্যক্ষ মো. ইয়াছিন, প্রচার সম্পাদক মো. কামাল গাজী, শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, আইন বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন, মহিলা ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক নবুয়ত আক্তার, ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নাছের, শিক্ষা ও যুব কল্যাণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

Print Friendly and PDF