চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় বীর মুক্তিযোদ্ধা গালেব হোসেন আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৯ : অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টারঃ- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর  গ্রামের বীর মুক্তিযোদ্ধা এ এক এম গালেব হোসেন আজাদের (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্থানীয় খোদায়পুর ঈদগাঁ মাঠে গার্ড অব প্রদানের পর মরহুমের নামােেজ জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন পাবনা সদর উপজেলার অতিরিক্ত কমিশনার (ভ’মি) মোঃ শওকত মেহেদী সেতু। এ সময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা।
গার্ড অব অনার ও নামােেজ জানাজায় উপস্থিত ছিলেন, পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি,পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,পাবনা জেলা মুক্তিযোদ্ধা হয়রানি প্রতিরোধ কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি মুক্তিযুদ্ধ কালীন পাবনার পশ্চিমান্চলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, মুক্তিযোদ্ধা হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর হাশেম, সদস্য (কোষাদক্ষ)  বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন হেলাল, সদস্য (প্রচার) বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ।
উলেখ্য বীর মুক্তিযোদ্ধা এ এক এম গালেব হোসেন আজাদ শুক্রবার সন্ধা সাড়ে সাতটায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Print Friendly and PDF