চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নারী কাউন্সিলরকে গুলি করে হত্যা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৫ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার মহামারি থামছেই না। একদিনের ব্যবধানে এবার নিউ জার্সি অঙ্গরাজ্যে গুলিতে প্রাণ গেল নারী কাউন্সিলরের। খবর নিউইয়র্ক টাইমসের।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সি অঙ্গরাজ্যের সায়ারভিলে নিজ বাড়ির সামনে গাড়িতে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ওই নারীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার কারণ এখনো জানতে না পারলেও একে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

৩০ বছরের ওই নারী কাউন্সিলর যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। ২০২১ সালে দলটির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে অন্য যেকোনো সময়ের তুলনায় বছরের প্রথম মাস জানুয়ারিতে বন্দুক সহিংসতায় রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩১ জানুয়ারি)  দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের বরাতে আল জাজিরা জানায়,  ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে ৪৪টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর আর কোনো বছর জানুয়ারিতে এত বন্দুক হামলার ঘটনা ঘটেনি।

দেশটির গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের কোনো জায়গাই এখন আর নিরাপদ নয়। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন দুই শতাধিক।

Print Friendly and PDF