চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে বিএনপির জেতার কোনো সম্ভাবনা নেই: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১২ : অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সবকিছু জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মানুষকে নির্বাচনবিমুখ করার জন্য নানা কথাবার্তা বলছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। তারা আগেও ষড়যন্ত্র করেছে, এখনো করছে।

হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) বুঝতে পেরেছে সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না। তারা এটা জানে না যে সরকারের ভীত অনেক গভীরে।

উপনির্বাচন নিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। যে যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেছে।

তিনি বলেন, কিছুদিন পরই জাতীয় নির্বাচন। এ কারণে এই অল্প সময়ের জন্য উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

Print Friendly and PDF