চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমার সাথে অন্যায় হয়েছে, এই ফলাফল মানি না’

প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০২ : পূর্বাহ্ণ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিন্তু এ ফলাফল প্রত্যাখান করেছেন হিরো আলম।

নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না।’

এ নিয়ে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন হিরো আলম। তিনি লেখেন, ‘আজ রাত ১০:৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবো আমার নিজ বাসায়।’

প্রসঙ্গত, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।

Print Friendly and PDF