চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রতি আমার দায়িত্ব আছে: কাদের সিদ্দিকী

প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২০ : অপরাহ্ণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেছেন, ‘শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। আমার দায়িত্ব আছে তার প্রতি। তার সম্মান, তার জীবন রক্ষা করার দায়িত্ব আছে আমাদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগ জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সাথে আমার অনেক দূরত্ব রয়েছে। আমি দল করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি। ’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সত্যিই একটি মস্ত বড় দল। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ গ্রাস করে তার যে সুফল সেটা আওয়ামী লীগ গ্রহণ করছে। এটা অনেক দিন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের থেকেও সুসংগঠিত দল হতে না পারব। ’

‘আমাদের নেতা বঙ্গবন্ধু, পিতা বঙ্গবন্ধু’ উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি। আওয়ামী লীগও বলবে তারা বঙ্গবন্ধুর রাজনীতি করে। ’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনীতি করলে যারা বঙ্গবন্ধুর পিঠের চামড়া তুলেছে তাদেরকে দলে রাখত না। বঙ্গবন্ধু ৭৫ সালে মারা গেছেন। এই মৃত্যুর জন্য যারা ক্ষেত্র প্রস্তুত করেছে, রাস্তা বানিয়েছে সেই জাসদ গণবাহিনীকে মাথায় নিত না। ’

টাঙ্গাইল কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকার লালের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাছরিন কাদের সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ বীরপ্রতিক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, প্রিন্সিপাল এম আব্দুর রশিদ, যুব আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল ও জেলার সভাপতি আতিকুর রহমান সাদেক প্রমুখ।

কর্মী সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আগামীতে দলকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের মতামত নেওয়া হয়।

Print Friendly and PDF