প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩ ৬:০৪ : অপরাহ্ণ
বিক্ষোভ থেকে বিএনপি নীরব কর্মসূচিতে এসেছে। পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মরণযাত্রা শুরু করেছে বিএনপি। তলে তলে বিএনপি ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ থেকে বিএনপির পদত্যাগ ভুল সিদ্ধান্ত। এ সময় এলাকা ভিত্তিক কর্মসূচি ঘোষণা করতে মহানগর আওয়ামী লীগকে নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিজেই ভাঙনের মুখে পড়বে, যার সুর এখনই শোনা যাচ্ছে।