চট্টগ্রাম, রোববার, ২৬ মার্চ ২০২৩ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিশুদের সঠিক শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:২২ : পূর্বাহ্ণ

নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। ন্যায় নীতি, সত্য-মিথ্যার বিভেদ, সততা ও দেশপ্রেম নিয়ে শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে। এসব বিষয়ে অভিভাবকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

আবদুল হামিদ বলেন, শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে সন্তানদের রক্ষা করতে হবে। অভিভাবকদের সেই দায়িত্ব নিতে হবে।

Print Friendly and PDF