প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:৩৪ : পূর্বাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গত ৭ জানুয়ারি প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয় বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেজর জেনারেল নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
এদিকে, বিজিবির মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।