চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি আমাদের লাল কার্ড দেখায়, তারা এখন কই: ওবায়দুল কাদের

প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩ ১:৪৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর সরকার থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই। বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়।

রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপি এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই বিএনপির মৃত্যুযাত্রা চলছে।

তিনি আরো বলেন, পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন সরকারকে পালাতে বলে। পালিয়ে আছে তো তারাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে। আমরা পালাতে জানি না। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারো পরাজয়ের মুখ দেখবে।

Print Friendly and PDF