চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না: কামরুল

প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩ ৪:১৮ : অপরাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যতই আন্দোলন হোক, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। নির্ধারিত সময়ের এক মিনিট আগেও শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে না।

শনিবার ঢাকার হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব। জনগণ ছাড়া ক্ষমতার পরিবর্তন আসবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিদেশিদের কাছে ধরণা দিলেও তারা আপনাদের ক্ষমতায় বসাবে না। শেখ হাসিনার সরকার এসব অযৌক্তিক তদবির শোনে না।

কামরুল ইসলাম বলেন, জনগণের কাছে আসেন। জনগণ আপনাদের (বিএনপি) আসল বন্ধু হতে পারে যদি তারা আপনাদের ভোট দেয়। কিন্তু সেই সম্ভাবনা নেই।

Print Friendly and PDF