চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত থাকুন: ডিসিদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩ ৫:২৭ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেজেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছি।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। তাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বস্তুত নির্বাচনকালীন আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবো। মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে। সেজন্য জেলা প্রশাসকদের বলেছি, ‘আপনারা এমনভাবে তৈরি থাকুন, যেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।’

Print Friendly and PDF