প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩ ৪:১৭ : অপরাহ্ণ
তিনি বলেন, পাঠ্যবইয়ে ধর্মবিষয়ক অংশে ভুল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অংশগ্রহণ করার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফরিদুল হক খান বলেন, হজে বিতর্কের জায়গাগুলো আমরা বন্ধ করতে পেরেছি। হজের জন্য ২৪ ঘণ্টা প্রাক নিবন্ধন খোলা ছিল, যার ফলে যে কেউ, যে কোনো সময় প্রাক নিবন্ধন করতে পারে। যার ফলে গত বছর কোনো বদনাম হয়নি।
সাংবাদিকদের উদ্দেশ্যে এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা আপনাদের কাছে একটা জিনিস আশা করি, ভালো কিছু বলার দরকার নেই, তবে ভুল-ত্রুটির বিষয়ে আমাদের জানালে সমাধান করার চেষ্টা করবো। পাশাপাশি এটাও বলি, দোষ-ত্রুটি যদি নাও থাকে, তাহলে এবারের হজ ভালো হয়েছে। এ শব্দটা আপনাদের কাছে আশা করি।