চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি ও মানি লন্ডারিং এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে প্রধান বিচারপতির আহ্বান

প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩ ১২:২৯ : অপরাহ্ণ

দুর্নীতি ও মানি লন্ডারিং এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্বরস্বতী পুজার বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের সকল নাগরিক এক, এখানে কেউ মাইনরিটি না, সংবিধান আমাদের সেই সুরক্ষা দিয়েছে। সাম্প্রদায়িক শক্তি যেন কোনভাবেই মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধান বিচারপতি।

একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ব্যয় সংকোচন করে চলার আহ্বান জানান প্রধান বিচারপতি।

Print Friendly and PDF