চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পাটমন্ত্রী

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:৫০ : অপরাহ্ণ

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাজারে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, আমদানিনির্ভর চালের বস্তা ছাড়া দেশীয় চালের বস্তায় যেন প্লাস্টিকের ব্যবহার না হয় সে ক্ষেত্রে তৎপর হতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, দেশীয় চালের বস্তা যেন পাট দিয়ে করা হয়, সেটা নিশ্চিত করে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Print Friendly and PDF