চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:০৫ : অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে কেউ যাতে সুযোগ না নেয় সে বিষয়ে শক্ত ব্যবস্থা নেয়ার জন্য এসময় ডিসিদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে টিপু মুনশি বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।

ডিসিদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম পাওয়া যায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।

Print Friendly and PDF