চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলনের ঢেউ জোয়ার থেকে ভাটায় নেমে গেছে: ওবায়দুল কাদের

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩ ২:৩০ : অপরাহ্ণ

বিএনপির জোট বেড়ে এখন ৫৪ দল। কিন্তু আন্দোলনের ঢেউ জোয়ার থেকে ভাটায় নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, তাদের (বিএনপি) জোট ভূয়ায় পরিণত হয়েছে। তাদের কথা মানুষ আর বিশ্বাস করে না।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জানান, বিএনপির আন্দোলনে কর্মী আছে, জনগণ তাদের সাথে নেই। পাবলিক ভালো আছে, বিএনপির মন খারাপ।

ফখরুলের লাল কার্ড, সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন— সবই ভূয়া উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খেলা এখনও শুরু হয়নি, মাত্র সূচনা হয়েছে। খেলা যখন শুরু হবে, বিএনপি তখন কোথায় যাবে? বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা।

Print Friendly and PDF