চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে খাদ্যের রেকর্ড পরিমাণ মজুত রয়েছে: সাধন চন্দ্র মজুমদার

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩ ২:৪২ : অপরাহ্ণ

অতীতের তুলনায় চলতি বছরে সবচেয়ে বেশি খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বললেন, সরকারি মজুতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল রয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, ধান সংগ্রহ এখনও চলছে। মাসে এক লাখ মেট্রিক টন করে ওএমএস দেয়া হচ্ছে। দেশে দুর্ভিক্ষ বা খাদ্যসংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ধানের উৎপাদন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে মানুষের জীবন মান উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

Print Friendly and PDF