চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দগাঁওয়ের নতুন ওসি খায়রুল, সদরঘাট থানায় রব্বানী

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩ ৩:৩১ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি-পদায়ন করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান সম্প্রতি সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে যাচ্ছেন সদরঘাট থানার ওসি খাইরুল ইসলাম।
সদরঘাট থানায় পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিএমপিতে বদলি হয়ে আসা পুলিশ পরিদর্শক গোলাম রব্বানীকে। তিনি বর্তমানে বিশেষ শাখায় কর্মরত আছেন।

পুলিশ পরিদর্শক খায়রুল ইসলামকে গত ১৬ মে সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। সদরঘাট থানায় যোগ দেওয়ার আগে তিনি বায়েজিদ বোস্তামি থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

একই আদেশে পুলিশের আরেক পরিদর্শক আবু নাঈম মো. সবুর খানকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

Print Friendly and PDF