চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিবের বরিশালকে হারাল সিলেট

প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩ ৫:৪০ : অপরাহ্ণ

বিপিএলে সাকিবের বরিশাল ও মাশরাফির সিলেটের লড়াইটা ছিল বেশ দুর্দান্ত। পুরো ম্যাচজুড়েই সমানতালে লড়েছে এই দুই দল। শ্বাসরুদ্ধকর ম্যাচের নিষ্পত্তি হতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের বরিশালকে ২ রানে হারিয়ে নিজেদের ষষ্ঠ জয় তুলে নিয়েছে সিলেট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিলেটের দেওয়া ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানে থামে বরিশালের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে ইব্রাহিম জাদরান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম ওভারে ১০ রান আসলেও দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারায় দলটি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে সাজঘরে ফিরেন জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

এরমধ্যে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন জাকির ও অভিজ্ঞ মুশফিক। এরপর দলের হাল ধরেন শান্ত ও টম মুর। চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন এই দুজন।

৩০ বলে ৪০ রান করেন মুর থামলেও অটল থাকেন শান্ত। ৬৬ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। বরিশালের পক্ষে ৩৪ রানে তিন উইকেট লাভ করেন ওয়াসিম।

Print Friendly and PDF