চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন তাদের স্বার্থ উদ্ধারের: কাদের

প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩ ১২:১৪ : অপরাহ্ণ

নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই বিএনপি আন্দোলন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের। এর সঙ্গে মানুষদের কোনো সম্পৃক্ততা নেই। গণঅভ্যুত্থান তো দূরে থাক, বিএনপির গণজোয়ার তুলতেও ব্যর্থ হয়েছে।

বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি ও ২৪ জানুয়ারিসহ স্বাধীনতা আন্দোলন-সংগ্রামের কোনো দিবস পালন করে না, মানেও না। ’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউটশন ও ড. শহীদুল্লাহ্ কলেজ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

১৯৬৯ সালের ২৪ জানুয়ারি শাহাদাত বরণকারী মতিউর রহমান নব কুমার ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে এসে শ্রদ্ধা জানান, শিক্ষার্থীসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

দেশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৬৯ এর গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার অর্জনের পথে চূড়ান্ত মাইলফলক। ’

ইভিএম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, ‘৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ, তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে তা মেনে নেওয়া হবে। ’

Print Friendly and PDF