চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাগল সেজেও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামির!

প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩ ১:১১ : অপরাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে পাগলবেশে থাকা হত্যা মামলাসহ তিন মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. হিরন (২৭) উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে।

সোমবার দুপুরে আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দীঘির জান ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি পাগলবেশে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সে একটি হত্যা মামলাসহ ৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly and PDF