প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩ ৬:০৬ : অপরাহ্ণ
আয়কর আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহবুব হোসেন বলেন, আয়কর আইন ২০২৩-এ মূলত আগের আইনটিকে সহজ করা হয়েছে। জটিলতাগুলো দূর করা হয়েছে। ব্যবসায়ীদের আয়কর রিটার্ন জমা দেয়া সহজ করা হয়ছে।
তিনি আরও জানান, আইনটিতে ৩৪৮টি ধারা আছে। অনেক বড় আইন। আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করার মতো।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আয়কর নির্ধারণে কর্মকর্তার ক্ষমতা কিছুটা কমানো হয়েছে। কর্মকর্তা চাইলেই ট্যাক্সের হার নির্ধারণ করতে পারবে না।