প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:১১ : পূর্বাহ্ণ
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক-হেলপারকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঘাতক ভিক্টর পরিবহন বাসের চালক মোঃ লিটন (৩৮) এবং, সেই বাসের হেলপার মোঃ আবুল খায়েরকে (২২) আনন্দনগর সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে, ভিক্টর পরিবহনের ঘাতক বাস ‘ঢাকা মেট্রো ব ১৫-৩১৯০’ জব্দ করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার রাজধানীতে ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রগতি সরণিতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে বাসের তলায় পড়ে যান তিনি। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া।