চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমার আখেরি মোনাজাত; মেট্রোরেল চলবে সারাদিন

প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩ ১১:০২ : পূর্বাহ্ণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। তাই ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে রোববার (২২ জানুয়ারি) সারাদিন মেট্রোরেল চলার ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু’টিতে এমআরটি পাস বিক্রি বন্ধ।

উল্লেখ্য, ইজতেমার প্রথম পর্বে মেট্রোরেলে অংশগ্রহণকারী মুসল্লিদের ভিড় ছিল ব্যাপক। সময় সাশ্রয়ের পাশাপাশি মেট্রোরেলের অভিজ্ঞতা নিতে বহু মানুষ এ দিন মেট্রোরেলে করেই ইজতেমায় উদ্দেশে রওনা হন। তাই দ্বিতীয় পর্বের ভিড়ের কথা মাথায় রেখে এবং যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Print Friendly and PDF