চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে: ওবাদুল কাদের

প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩ ২:৫৬ : অপরাহ্ণ

বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২২ জানুয়ারি) সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পর্ষদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। দাবি করেন, বিএনপির কর্মসূচিতে দলের কর্মী ছাড়া সাধারণ মানুষ অংশ নেয়

এ সময় ওবায়দুল কাদের জানান, সড়কে শৃঙ্খলা না এলে এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রোরেল করলেও তাতে কোনো সুফল আসবে না। সচেতনতার অভাবেই বিশৃঙ্খলা তৈরি হয়।

Print Friendly and PDF