চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আখেরি মোনাজাত আজ: বন্ধ রয়েছে যেসব রাস্তা

প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩ ১০:৫৪ : পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ (রোববার) ১০টা থেকে ১২টার মধ্যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। মোনাজাত চলাকালীন ও তার পরবর্তী সময়ে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার জন্য টঙ্গী ও আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে। এ সময় বিকল্প রাস্তায় চলাচল করতে হবে।

এ উপলক্ষে গাজীপুর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

জিএমপি কমিশনার বলেন, আখেরি মোনাজাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

Print Friendly and PDF