চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য প্রত্যাশিত সহযোগিতা মিলছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ৪:৩৭ : অপরাহ্ণ

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ বছরে বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্মকৌশল প্রণয়ন করছে ঢাকা।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক কোলাবোরেশন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। জানান, রোহিঙ্গাদের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বড় দেশগুলোর মধ্যে এই অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে। তাই জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবে বাংলাদেশ। এ সময় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

Print Friendly and PDF