চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেলে সুপার সিক্সের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ১১:১৭ : পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো মাঠ গড়িয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ। এই আসরের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। আজ সুপার সিক্সের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার সিক্সে দু’টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচটি হবে ২৫ জানুয়ারি।

নিয়মনুযায়ী, চারটি গ্রুপের সেরা তিনটি দল দু’টি গ্রুপে সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘ডি’র সেরা তিন দল নিয়ে হবে সুপার সিক্সে গ্রুপ-১এর লড়াই। গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’র সেরা তিন দল নিয়ে হবে সুপার সিক্সে গ্রুপ-২।

গ্রুপ পর্বে গ্রুপ ‘এ’ থেকে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডের টিকিট পাওয়া অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত।

এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে, পরের ম্যাচে শ্রীলংকাকে ১০ রানে এবং তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।

Print Friendly and PDF