প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ১২:০৬ : অপরাহ্ণ
শনিবার আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল চালুর সময় সকাল সাড়ে ৮টার আগেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেছেন।
এদিকে রাজধানীর যাত্রীদের মধ্যে অভ্যস্ততাও বেড়েছে মেট্রোরেলে চলাচলে। ফলে স্টেশনে ঢুকতে কিংবা বের হতে সময় লাগছে না যাত্রীদের। তবে যারা এখনও অভ্যস্ত নয় তাদের মেট্রোরেল কর্মীরা সাহায্য করছেন।
এদিন মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে টিকিট কাটছিলেন। এর মধ্যে অনেক যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতে এসেছেন।
মেট্রোরেলের প্ল্যাটফর্মে ইজতেমার অনেক মুসল্লিকে দেখা গেছে। তারা মেট্রোরেলে প্রথমবারের মতো চড়ে টঙ্গী যাবেন। অনেকেই সুযোগ পেয়ে ইজতেমায় যাওয়ার জন্য মেট্রোরেল ব্যবহার করছেন।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন থেকে চালু হয় মেট্রোরেলে যাত্রী চলাচল। তখন থেকেই আগারগাঁ-উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মধ্যে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।