চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঠ্যবই নিয়ে মিথ্যাচার করছে স্বাধীনতাবিরোধীরা: ডা. দীপু মনি

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩ ৩:০৪ : অপরাহ্ণ

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রের অন্য উপায় না পেয়ে এখন পাঠ্যক্রমের উপর চড়াও হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ ২০২০, ২১ ও ২২ এর স্নাতকদের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগযোগমাধ্যমে পাঠ্যবই নিয়ে মিথ্যাচার করছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কিছুই নেই।

যারা পাঠ্যবইয়ের ভুল ধরছেন তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ছোটখাটো ভুলগুলো পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে।

এবারের সমাবর্তনে ৪৮৬ জন স্নাতক ডিগ্রী লাভ করেন। করোনার কারণে বিগত তিন বছর সমাবর্তন হয়নি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ। এবার ২০২০, ২০২১, ২০২২ এর ৪৮৬ জন স্নাতককে সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রুবানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন সাবেক বৃটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পল রাসনসেন। শুভেচ্ছা বক্তব্য পাঠান হিলারি ক্লিন্টন ও লরা বুশ। সমাবর্তনে ৬ জনকে এনড মাতসুই এওয়ার্ড প্রদান করা হয়।

Print Friendly and PDF