চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে নতুন করে আবেদনের সুযোগ নেই: আ ক ম মোজাম্মেল

প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩ ৪:০৪ : অপরাহ্ণ

যারা আগে মুক্তিযোদ্ধা সনদ নেননি বা আবেদনও করেননি তাদের আর নতুন করে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় মুক্তিযোদ্ধা হিসেবে নিয়ম বহির্ভূতভাবে ৫৫ হাজারকে তালিকাভুক্ত করা হয়েছিল। সেগুলো যাচাইবাছাই করা হয়েছে সবশেষ তালিকায়। ১ লাখ ৮৭ হাজারের বেশি মুক্তিযোদ্ধার নাম রয়েছে খসড়া তালিকায়। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংখ্যা ১১ হাজারের বেশি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজনৈতিক বিবেচনা বা প্রতিহিংসা এখানে কাজ করেনি। সংসদে প্রণীত মুক্তিযোদ্ধা সংজ্ঞা অনুযায়ী এ খসড়া তৈরি হচ্ছে।

Print Friendly and PDF