চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলারের তেজ ব্যাপক বেড়েছে

প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩ ১:৫৪ : অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রাবাজারে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের তেজ ব্যাপক বেড়েছে। দেশটির অর্থনীতির প্রবৃদ্ধির উদ্বেগ নিরাপদ আশ্রয় গ্রিনব্যাকের চাহিদা বাড়িয়েছে। এতে মার্কিন মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত বুধবার অর্থনৈতিক তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে দেখা যায়, বিদায়ী মাস ডিসেম্বরে খুচরা বিক্রি বেশ কমেছে। শিল্প উৎপাদন রেকর্ড নিম্নমুখী হয়েছে। শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে স্পষ্ট ইউএসএ মন্দার দিকে অগ্রসর হচ্ছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ)মুদ্রা কৌশলবিদ ক্যারল কং বলেন, এসব দুর্বল তথ্য আসন্ন মার্কিন মন্দা সম্পর্কে বাজারের উদ্বেগকে শক্তিশালী করেছে। এতে ডলারের তেজ বেড়েছে। আমি মনে করি, আগামী মাসগুলোতে তা ক্রমবর্ধমান থাকবে।

এদিন ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। প্রতি স্টার্লিং বিক্রি হয়েছে ১ ডলার ২৩৩০ সেন্টে। আগের কার্যদিবসে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ১ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল স্টার্লিংয়ের দর।

তবে ডলারের বিরুদ্ধে স্থির আছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরো। প্রতি ইউরোর দাম নিষ্পত্তি হয়েছে ১ ডলার ০৭৯৫ সেন্টে। এর আগে ডলারের বিপক্ষে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল ইইউ মুদ্রার মান।

তবে জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে লাভ করতে পারেনি গ্রিনব্যাক। দেশটির মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ। ডলারপ্রতি মূল্যমান নিষ্পত্তি হয়েছে ১২৭ দশমিক ৮৭ ইয়েনে।

Print Friendly and PDF