চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ জাতীয় শিক্ষক দিবস

প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩ ১১:৫৭ : পূর্বাহ্ণ

মানুষের মতো মানুষ হতে শিক্ষার প্রয়োজন কতখানি তা কারো অজানা নয়। শিক্ষা ভাঙাকে গড়তে পারে, অন্ধকারকে আলোকিত করতে পারে, মনুষ্যত্ব ও বিবেক বুদ্ধির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারে। সেই শিক্ষার মূল কারিগর যারা তাদের জন্যই আজকের এই বিশেষ দিনটি। আজ ১৯ই জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় বাংলাদেশে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ২০০৩ সালের ১৯শে জানুয়ারি বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে তৎকালীন সরকার এ দিবসটি চালু করে। এরপর থেকেই দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।

এছাড়াও ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। তবে বাংলাদেশে জাতীয় পর্যায়ে আজকেই শিক্ষক দিবস। আজ এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।

Print Friendly and PDF