চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩ ১:৩৭ : অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। সরকারের অনেক উদ্যোগের ফলে প্রান্তিক মানুষ এখন তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। সরকারের এমন উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না।

বুধবার সকালে তৃতীয় পর্যায়ে ৪ বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন দেখার জন্য বিএনপিকে কমিউনিটি ভিশন সেন্টারে এসে চোখের ছানি দূর করতে হবে।

তিনি বলেন, এই সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এছাড়া কমিউনিটি ভিশন সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনন্য এক নজির স্থাপন করেছে। গত ২০ বছর আগে দেশে অন্ধত্বের হার ছিল ৪৫ শতাংশ; কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে, যা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম।

Print Friendly and PDF