চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধকে আলো দেয়া আমাদের কর্তব্য: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩ ১২:৫৮ : অপরাহ্ণ

অন্ধকে আলো দেয়া আমাদের কর্তব্য। এজন্য অন্যান্য স্বাস্থ্য সেবার পাশাপাশি চোখের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৪ বিভাগে ১৫টি জেলার ৪৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি এ মন্তব্য করেন। পর্যায়ক্রমে সারাদেশের সবগুলো উপজেলায় এ সেবা পৌঁছে দেয়ার ঘোষণাও দেন তিনি।

সরকার প্রধান তার বক্তব্যে তুলে ধরেন স্বাস্থ্য সেবায় আওয়ামী লীগ সরকারের নানা কার্যক্রমের কথা। জানান, সরকারি হিসেবে এরইমধ্যে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারগুলো থেকে সুবিধা পাচ্ছেন অন্তত ১২ লাখ চক্ষুরোগী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই কমিউনিটি ভিশন সেন্টার চালু হয় ২০১৮ সালে। প্রকল্পের উদ্দেশ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেয়া। থাকবেন বিশেষজ্ঞ ডাক্তার। অবকাঠামো আর নিয়োগ নিশ্চিত করে এরইমধ্যে কয়েকটি বেইজ সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে ১৩৫টি কমিউনিটি ভিশন সেন্টার।

Print Friendly and PDF