চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ আসনের উপনির্বাচনে থাকছে না সিসিটিভি: ইসি রাশেদা

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ২:৪৬ : অপরাহ্ণ

বরাদ্দ না থাকায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ৫টি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মঙ্গলবার বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা পরিষদের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপনির্বাচনে বাজেট কম থাকায় এই ৫টি আসনের কোনোটাতেই থাকবে না সিসিটিভি ক্যামেরা।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন, জানান তিনি।

কিছু দিন আগে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করলে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly and PDF