প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ১২:১৯ : অপরাহ্ণ
বিপিএল ক্রিকেটে আজ (মঙ্গলবার) দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর দেড়টার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
আসরে তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে আছে রংপুর। শেষ দেখায় খুলনার বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে রংপুর। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এই ম্যাচেও জয় পেতে চায় সোহানরা। অপরদিকে হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছে না খুলনা। এখন পর্যন্ত একটি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তাই এই ম্যাচে ঘুরে দাড়াঁতে মারিয়া তামিম-রাব্বিরা।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের লক্ষ্য টানা ষষ্ঠ জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করা। অন্যদিকে, কুমিল্লা লক্ষ্য টানা দ্বিতীয় জয় নিয়ে আসরে টিকে থাকা।