প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ১২:৪৩ : অপরাহ্ণ
মহামারী করোনা ভাইরাসের কারণে গত তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন। তবে এবার ঐ রকম পরিস্থিতি না থাকায় থাকছে না কোনো বাধা ও নিয়ম-কানুন। গত বছরের তুলনায় এবার কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্যও।
হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।
‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছেও বলে জানান আল মাদ্দাহ। তিনি জানান, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন।
হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের ৭২ ঘন্টার মধ্যে ২০ শতাংশ অর্থ পরিশোধ করে জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ পরিশোধ করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে আর বাকি ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ তারিখের মধ্যে।
প্রতি বছর সৌদি আরবে ২৫ লাখ মানুষ হজ পালন করলেও গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিল। করোনা মহামারীর কারণে ২০২১ সালে শুধু মাত্র সৌদির ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছিল আর ২০২০ সালে মাত্র কয়েক হাজার মানুষ হজ পালন করেছিলেন। সূত্র : গালফ নিউজ