চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ১:০৯ : অপরাহ্ণ

সংসদ সদস্য হতে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্তা নেয়ারও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৮ জানুয়ারি বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সাক্ষরসহ যে তালিকা দাখিল করেন হিরো আলম, তাতে অসঙ্গতি পাওয়া গেছে বলে দাবি করেন রিটার্নং কর্মকর্তা। আর তাই তার মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হলেও আশা ছাড়েননি হিরো আলম, দ্বারস্থ হন আদালতের। আর প্রার্থিতাও ফিরে পেলেন।

Print Friendly and PDF