চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিয়েন্স বাংলাদেশ লি: এর গোল্ডলায়ন ডিস্ট্রিবিউটর মেসার্স সজীব এন্টারপ্রাইজের মালিক সজীব হোসেন গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ১০:১৩ : অপরাহ্ণ

টিয়েন্স বাংলাদেশ লি: এর গোল্ডলায়ন ডিস্ট্রিবিউটর মেসার্স সজীব এন্টারপ্রাইজের মালিক সজীব হোসেন S/O Late Fazal Uddin,village & P.O-Monohorpur P.S & District- Gaibandha A/P-Gold Lion Tiens (BD), Ltd, IIUC Tower, 8th Floor. SK.Mujib Road, P.S-Doublemooring Chattagram. সি আর মামলা নং ৩৭ ও ৩৮ / ২০১৮ তথা ৭ম যুগ্ন মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রাম, এসটি নং- ৬৯২৯/২০১৮ এবং এসটি নং-৬৯২৭/২০১৮
মোট- ৪০ লক্ষ টাকা সহ বহু মামলার পলাতক আসামী বর্তমানে চট্টগ্রাম জেলা হাজতে আছে ৷ গত ১৭/০১/২০২৩ ইং তারিখ, চট্টগ্রাম CEPZ থানার পুলিশ ও ঢাকা গুলশান থানা পুলিশ যৌথ অভিযানে  টিয়েন্স এর হেড অফিস রোড নং-২৪, বাড়ী নং-৪১, গুলশান-১, ঢাকা হতে উক্ত মামলা ও আরও বহু মামলার পলাতক আসামী উক্ত সজীব হোসেনকে  সাজা পরোয়ানায় গ্রেফতারপূর্বক   চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ এ চক্রটি টিয়েন্সের প্রডাক্ট / ঔষধ বিক্রিয় ব্যবসার নামে মানুষদেরকে ধোকা ও প্রতারিত করাসহ বহু লোককে ক্ষতিগ্রস্থ করে চলেছে৷

Print Friendly and PDF