চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩ ১:৪৬ : অপরাহ্ণ

দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সরিষা ও ধানের উৎপাদন বৃদ্ধি ও উন্নয়ন ২০২২-২৩ কর্মপরিকল্পনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান।

বিদেশ থেকে ভোজ্যতেল আমদানি কমাতে সরকার তৈলবীজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে তৈলবীজ চাষে কৃষকদের মধ্যে বীজ ও সারসহ প্রণোদনা দিচ্ছে সরকার। ভবিষ্যতেও এ প্রণোদনা অব্যাহত থাকবে।

প্রতি বছর দুই থেকে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ে প্রায় ৯০ শতাংশ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করা হয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের চাহিদার মাত্র ১০ শতাংশ দেশে উৎপাদিত হয়। চাহিদা মেটাতে আমরা সরিষা, মসুর, চীনাবাদাম, সয়াবিন ও সূর্যমুখীর মতো তেলবীজের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। উদ্যোগটি সফল করতে জমিতে স্বল্প সময়ের ধান চাষ করা হবে।

এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা আগামী তিন বছরের মধ্যে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি।

দেশে প্রতিবছর তৈলবীজের চাষ ও উৎপাদন উভয়ই বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের পৃষ্ঠপোষকতায় কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান প্রমুখ।

এর আগে, কৃষিমন্ত্রী তার সহযোগীদের নিয়ে জেলার সিংগাইর উপজেলার কয়েকটি সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও চাষীদের সঙ্গে কথা বলেন।

Print Friendly and PDF