চট্টগ্রাম, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘প্রবাসীর ট্যাক্সি’

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩ ১২:৪৩ : অপরাহ্ণ

ঢাকার পর এবার চট্টগ্রামে চালু হলো ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই যাত্রার সূচনা করেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক। নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ শেখ গোলামুন্নবী জায়েদ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন চৌধুরী প্রবাস ফেরতদের কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। সবচেয়ে কম ভাড়ায় ভালো সেবা দেয়া এবং নিরাপদে প্রবাসীদের বাড়ি পৌঁছে দেয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

Print Friendly and PDF