প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩ ১১:১৮ : পূর্বাহ্ণ
বিমানবন্দরে লাগেজ হারিয়ে যাওয়া একটি সাধারণ ঘটনা। কপাল ভালো হলে হারিয়ে যাওয়া লাগেজ ফিরেও পাওয়া যেতে পারে। তবে হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। তবে এক্ষেত্রে একান্নবর্তী কপাল নিয়ে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী।
মার্কন যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্স থেকে তিনি তার লাগেজটি হারিয়ে ছিলেন। তাও আবার দীর্ঘ চার বছর আগে। তবে চার বছর পর তিনি তার হারিয়ে যাওয়া সেই লাগজ ফিরে পেয়েছেন। বর্তমানে ওই নারী হন্ডুরাজে বাস করেন। নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথা জানিয়েছে এনডিটিভি।
চলতি মাসেই তিনি টেক্সাস থেকে একটি ফোন পান। তাতে বলা হয় তারা একটি লাগেজ পেয়েছেন। তখন আমি সন্ধিহান হয়ে পড়ি। তখন আমার মনে পড়ে যায় চার বছর আগে হারানো সেই লাগেজের কথা।
হন্ডুরাজে ওই লাগেজটি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু সেটি এখন টেক্সাসের হোস্টনে রয়েছে। লাগেজটি ফিরে পাওয়ার পর তিনি ইউনাইটেড এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়েছেন।