প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩ ১১:০৮ : পূর্বাহ্ণ
পৌষের শেষ দিনে আবারও বেড়েছে শীতের তীব্রতা ও কুয়াশা। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার (১৪ জানুয়ারি) ভোর থেকেই কনকনে বাতাসের সাথে শীতের দাপট বেড়েছে।
এদিকে, কাল থেকে শুরু হচ্ছে মাঘ মাস। তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে। বিশেষ করে উত্তরাঞ্চলে দুপুর গড়ালেও সূর্যের দেখা মিলছে না। সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে কয়েক জেলায়। হাড়কাঁপানো ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতার সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই।
এছাড়া, ঘনকুয়াশার কারণে আরিচা- কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।