চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু দুর্নীতির কথা বললে হবে না, সাথে প্রমাণ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩ ৫:২৮ : অপরাহ্ণ

যারা নিজেরাই দুর্নীতিগ্রস্থ, তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। শুধু দুর্নীতির কথা বললে হবে না, সাথে প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এ কথা জানান তিনি। বলেন, ১৪ বছর আওয়ামী সরকার ক্ষমতায় থাকার ফলেই দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের উন্নতি অনেকেই স্বীকার করতে চায় না, তবে আওয়ামী লীগ যে ওয়াদা করে সে ওয়াদা রাখে।

নির্বাচনী ইশতেহার মাথায় রেখেই আওয়ামী লীগ জাতির কল্যাণে কাজ করে বলে এ সময় উল্লেখ করেন সরকার প্রধান।

শেখ হাসিনা আরও বলেন, করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে।

 

Print Friendly and PDF