চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুলেট নয়, ব্যালেটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় আ. লীগ: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩ ৩:৩১ : অপরাহ্ণ

বুলেট নয়, ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তার সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্র যদি কোনো কনস্ট্রাকটিভ পরামর্শ দেয়, তা বিবেচনা করে গ্রহণ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানান, র‍্যাব ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছে বাংলাদেশ।

Print Friendly and PDF