চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো মেট্রোরেলের বেশিরভাগ যাত্রীই পর্যটক

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩ ৫:৩৫ : অপরাহ্ণ

মেট্রোরেল নিয়ে ঢাকাবাসীর কৌতুহল এখনও কমেনি। এখনো যাত্রীদের একটি বড় অংশই পর্যটক, আনন্দ উপভোগ করতে মেট্রোরেলে চড়ছেন তারা। সেই তুলনায় কাজের প্রয়োজনে গন্তব্যে যাওয়া যাত্রীর সংখ্যা কম।

শীতের সকালে ঠান্ডা উপেক্ষা করে আগারগাঁও স্টেশনে ভিড় করেন হাজারো যাত্রী। সকাল সাড়ে আটটা থেকে যাত্রা শুরু হলেও পূর্ণমাত্রায় যাত্রী পরিবহন না করায় সবাইকে একযোগে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাই ফুটপাত জুড়ে লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। তবে যাদের স্থায়ী পাস রয়েছে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে না।

অধিকাংশ যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতেই এসেছেন। অনেকে আবার আসেন পরিবার আর বন্ধুদের সাথে ভ্রমণে। স্বয়ংক্রিয় যন্ত্রে টিকিট কেটে মেট্রোর অভিজ্ঞতা নিতে দেখা যায় যাত্রীদের। ইজতেমামুখী মুসল্লিদের ভিড় ছিল বেশি। যানজটের ভোগান্তি এড়ানোর পাশাপাশি অনেকে ইজতেমায় যেতে মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতাও নিয়ে নিচ্ছেন।

অবশ্য আগারগাঁও থেকে উত্তরা যাতায়াতে যাত্রীর সংখ্যা এখনো কম। তাই প্রয়োজনে ভ্রমণ করার চেয়ে ঘুরতে আসা যাত্রীই বেশি। যাত্রীরা বলছেন, পল্লবী আর মিরপুর ১০ এর স্টেশন চালু হলে যাত্রী বাড়বে।

Print Friendly and PDF