চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেল পর্যটকবাহী জাহাজ

প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৫৭ : অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে নয় মাস বন্ধ থাকার পর টেকনাফ থেকে ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন গেল পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি রাজহংস।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ দুটি ছেড়ে যায়। বেলা ১২টার দিকে জাহাজ দুটি দ্বীপে পৌঁছার কথা রয়েছে।

ভোর থেকে টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে টিকিটের জন্য ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা।

ভ্রমণে আসা গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, প্রথমবার এসেছি, খুবই আনন্দ লাগছে, প্রত্যাশা থাকবে যেন সফলভাবে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারি।

 

Print Friendly and PDF